ইফতেখার আলম বিশাল : ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে শিরোইল কলোনি ১৯ নং ওয়ার্ড ভোরের শিশির উদ্যোগে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার ১৬টি টিম অংশ গ্রহন করেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে 'পা গোলে' ১৬টি টিমের ৮টি খেলা অনুষ্ঠিত হয়। ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ক্রীড়া ব্যক্তিত্ব নুরুজ্জামান টিটুর সভাপতিত্বে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলা উপভোগ করেন অত্র ওয়ার্ডের অসংখ্য নারী- পুরুষ।
বেলা ১১টায় নাদিম বক্সিং একাডেমির ভাসমান স্পোর্টিং ক্লাব ও শিরোইল কলোনী বড় মসজিদ ক্লাবের সাথে ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। এসময় কোনো পক্ষেই গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ১-০ গোলে ভাসমান স্পোটিং ক্লাবকে পরাজিত করে শিরোইল কলোনি বড় জামে মসজিদ।
পরে শিরোইল কলোনি ৪ নং গলি ও হাজরাপুকুর স্টারের সাথে খেলা অনুষ্ঠিত হয়। খেলা দুটি ব্যাপক উৎসাহ দিয়েছে দর্শকদের। এ ধরনের অনুষ্ঠান জাতীয় ঐক্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করে। ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ক্রীড়া দক্ষতা প্রদর্শন করেছেন এবং বিজয় দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের মধ্যে উপলব্ধি করার সুযোগ পেয়েছেন। এটি যুবকদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :