শিরোনাম
◈ ‘বাজারে সিন্ডিকেট এখনো আছে, হাত বদলের মাধ্যমে দাম বাড়ছে’ ◈ মিয়ানমারে জান্তার গুপ্তচর কাজ করছে বিদ্রোহীদের পক্ষে! ◈ সমুদ্রে ভাসছিল ১০২ রোহিঙ্গা, উদ্ধার করল শ্রীলঙ্কার নৌবাহিনী ◈ জনসংখ্যা দ্রুত কমছে, মাথা খারাপ ভারতের! ◈ প্রধান উপদেষ্টাকে যে কারণে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল ◈ উপদেষ্টা হাসান আরিফের মরদেহ দেখতে ল্যাবএইড হাসপাতালে গেলেন: মির্জা ফখরুল  ◈ হামজার মতো আরও কিছু প্রবাসী বাংলাদেশিকে দেশের হয়ে খেলার জন্য অনুপ্রেরণা দিবে বাফুফে ◈ নেপালকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হলো বাংলাদেশ ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে ‘‘কড়া প্রতিবাদ’’ জানিয়েছে ভারত ◈ দেশে ফিরেই বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে পুকুর থেকে এক কৃষি শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, লাশের সাথে থাকা আইডি কার্ড অনুসারে তার নাম ইজ্জত আলী। সে গাজিপুরের কাশিমপুর এলাকার সরুপাইতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

স্থানীয়রা জানায়, ইজ্জত আলী বেশ কিছুদিন ধরে বেলতলী এলাকায় মৌসুমী ফসল আবাদে কৃষি শ্রমিক হিসাবে বিভিন্ন জমিতে দিন মজুরের কাজ করতো। রাতে সে ওই এলাকার জাহাঙ্গীর শিকদারের ভবনের নীচ তলায় খোলা বারান্দায় ঘুমিয়ে ছিল। সকালে ভবনটির পাশের পুকুরের কিনারে তার লাশটি দেখে পুলিশে খবর দেয় তারা। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন। 

শ্রীনগর থানার ওসি (তদন্ত) আজাদ রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়