শিরোনাম
◈ ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অতিরঞ্জিত: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, নাম হতে পারে ‘জনশক্তি’ (ভিডিও) ◈ মেয়ে দেশে ফিরলে হাসান আরিফের দাফনের সিদ্ধান্ত ◈ হাসান আরিফের নামাজে জানাজায় শরিক হলেন  প্রধান উপদেষ্টা ◈ গাড়িচাপায় বুয়েটশিক্ষার্থীর মৃত্যু: চালকসহ দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল ◈ চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৫ ◈ বাবা তুমি শান্তিতে ঘুমাও, আবার আমাদের দেখা হবে: নিহত বুয়েট শিক্ষার্থীর মা ◈ ‘বাজারে সিন্ডিকেট এখনো আছে, হাত বদলের মাধ্যমে দাম বাড়ছে’ ◈ মিয়ানমারে জান্তার গুপ্তচর কাজ করছে বিদ্রোহীদের পক্ষে! ◈ সমুদ্রে ভাসছিল ১০২ রোহিঙ্গা, উদ্ধার করল শ্রীলঙ্কার নৌবাহিনী

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় স্থানীয় লেখকদের পথ বইমেলা

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্থানীয় লেখকদের বই নিয়ে এই প্রথম দিনব্যাপী শুরু পথ বইমেলা হয়েছে। শুক্রবার বেলা ১১ টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদের পার্কের গেটে মেলা হয়। নওগাঁ সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান।

এসময় কথা সাহিত্যিক বরেন্দ্র ফরিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। এসময় নওগাঁর বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকী, প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি ও প্রাবন্ধিক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, কলামিষ্ট এবিএম রফিকুল ইসলাম,বাচিকশিল্পী ও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক, লেখক আবুল হায়াত ইসমাইল, কথাসাহিত্যিক টগর মেহেদী, কথাসাহিত্যিক ও সম্পাদক হাবিব রতন, কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ, কবি অনিন্দ্য তুহিন, কবি রবিউল মাহমুদ, কবি রিমন মোরশেদ, কবি আসলাম হোসেন, কবি সোহাগ হোসেন, কবি এমএ মজিদ, সাপ্তাহিক প্রজন্মের আলো’র সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী এবং সমাজসেবক তাসলিমা ফেরদৌস সহ অন্যরা বক্তব্য রাখেন। স্থানীয় সহ পাশের বগুড়া ও জয়পুরহাট জেলা থেকে আগত লেখকদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার আয়োজকরা জানান- বইমেলায় জেলার ৫০ জন লেখকের অন্তত তিন শতাধিক বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মুল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে। বইমেলার উদ্যেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁ বাসীর কাছে নওগাঁর লেখকদের তুলে ধরা এবং পরিচিত বাড়ানো। সেই সাথে তরুন প্রজন্ম যারা মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বৃদ্ধ করণের লক্ষ্যই এ মেলার মুল উদ্যেশ্য।

কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, চর্যাপদ গবেষক সহ নবীন ও প্রবীণ সাহিত্যিক চেতনার লেখকগন। সাপ্তাহিক ছুটির  দিন হওয়ায় সকালের দিকে দর্শনার্থীদের তেমন ভিড় চোখে না পড়লেও বিকেলে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পার্ক গেটের দু’পাশ। এ যেন প্রতিদিনের তুলনায় আলাদা এক চিত্র। প্রতি বছর জাতীয় একুশে বই মেলা সহ সরকারী বেসরকারীভাবে নানা স্থানে বই মেলার আয়োজন হয়। সেই ষ্টলগুলোতে বিক্রয়ের জন্য প্রদর্শিত হয় দেশী বিদেশী বিভিন্ন লেখকের বই। কিন্ত দিনব্যপী ব্যতিক্রমী এই বই মেলায় সকল ষ্টলে শুধুমাত্র নওগাঁর লেখকদের বই’ই বিক্রয় ও প্রদর্শিত হয়। যা সচরাচর বই মেলা থেকে একটু আলাদা। বিভিন্ন ধরনের বইয়ে  ভিন্ন ভিন্ন বিষয় বস্তু তুলে ধরা হলেও অধিকাংশ লেখকের বইয়ে উঠে এসেছে নওগাঁর ইতিহাস ঐতিহ্য আর সম্ভাবনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়