হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ফরিদপুর শহরের পূর্ব টেপা খোলার নজরুল ইসলামের বাড়ির বসত ঘরের পাশে থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরেের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) জানান, গ্রেপ্তারকৃত ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার কোতোয়ালি থানা এসে অভিযোগ করে তার স্বামী ফয়সালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায পিস্তল ঠেকিয়ে ধরে। এমন অভিযেগের আলোকে ফয়সাল ও নজরুল নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে নজরুলের বড়িতে অভিযান চালিয়ে ১ টি ম্যাগজিন ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :