আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমআদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যুদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে শ্রী গুরু চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা হিন্দুপাড়ার গোপাল চন্দ্র বর্মনের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৩টায় সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়ার শ্রী গুরু চন্দ্র বর্মনের ভাই শ্রী অধির চন্দ্র বর্মন জানায়, সে কিছুটা মাদকাসক্ত ছিল। গত বুধবার দিবাগত রাতে তার শয়ন ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ্য হয়। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টায় মারা যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :