শিরোনাম
◈ পানি বন্ধ করে গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল: এইচআরডব্লিউ ◈ টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে এবার যা বলছে যুক্তরাজ্য ◈ ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় মুয়াজ বিন নূর গ্রেপ্তার ◈ কলকাতায় সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মেয়ে ডরিনের ডিএনএ মিলেছে: এমপি আনার হত্যাকাণ্ড ◈ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করলো বাংলাদেশ ◈ ভারতের লোকসভায় একের পর এক হাতাহাতি, দায় নিচ্ছে না কেউ  ◈ সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণ, টেকনাফে আতঙ্কে স্থানীয়রা ◈ মাদক সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী টয়ার প্রতিক্রিয়া ◈ আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা মিলবে সঞ্চয়পত্রে  ◈ বাংলাদেশের জনগণের উদ্দেশে খোলা চিঠি ভারতীয় সুধীজনদের (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৪ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণ, টেকনাফে আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেছে। এতে ঘুম ভেঙে যায় সীমান্তের বাসিন্দাদের। এমন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ শব্দ শোনা যায়।

টেকনাফের শাহপরীরদ্বীপের বাসিন্দা জাবেদ নজির বলেন, মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর ও বিকট শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে যায় এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকে।

আরেক বাসিন্দা নুর কামাল বলেন, ঘরে ঘুমাচ্ছিলাম, এ সময় রাখাইনের দিক থেকে একটি বিকট শব্দ হয়। এতে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে। এটি সম্ভবত মর্টার শেল হতে পারে। আমরা অতীতে কোনো সময় এ ধরনের শব্দ শুনিনি।’

এদিকে রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে এখন। বাংলাদেশের অপর পাশে প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই তাদের দখলে। এতে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তে। ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় সীমান্তে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নাফনদীতে কড়া নজরদারি করছে বিজিবি ও কোস্টগার্ড। 

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত  অধিনায়ক লে. কর্নেল ছৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তার জন্য টহল জোরদার রয়েছে। বিজিবি’র পাশাপাশি নিরলসভাবে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়