শিরোনাম
◈ সাব্বির-মোসাদ্দেকের বাংলা টাইগার্স জিতলো লঙ্কা টি-টেন লিগের শিরোপা ◈ একের পর এক শিক্ষার্থী হত্যায় উদ্বেগ, ক্ষোভ, নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনী ◈ বাংলাদেশে প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি ◈ হত্যার পর মিরাজ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে আরনিমার দেহ গলিয়ে ফেলার চেষ্টা করেন ◈ ইসলামে হিল্লা বিয়ে যে কারণে অবৈধ ◈ পানি বন্ধ করে গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল: এইচআরডব্লিউ ◈ টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে এবার যা বলছে যুক্তরাজ্য ◈ ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় মুয়াজ বিন নূর গ্রেপ্তার ◈ কলকাতায় সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মেয়ে ডরিনের ডিএনএ মিলেছে: এমপি আনার হত্যাকাণ্ড ◈ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করলো বাংলাদেশ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০১:১০ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি; আসামি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল:  রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতর নাম মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩)। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। এ বিষয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা চন্দ্রিমা থানায় একটি অভিযোগ করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ বিষয়ে তদন্ত শুরু করে। তারা ঘটনার সত্যতা পেয়ে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পবরর্তীতে  আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৭ টায় যৌথ অভিযান পরিচালনা করে চাঁদাবাজ শহিদুল ইসলামকে নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম রাজ্জাকের মোড় থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় মামলার রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়