তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরোও জানান, এর আগে বৃহস্হপতিবার রাতে জেলার সদর থানাধীন খাটিহাতা বিশ্ব রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০.১ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের মিঠামইন হোসেনপুর এলাকার মো: রহমত আলীর ছেলে মোঃ সুরুজ মিয়া গ্রেফতার করে। পৃথক আরেক অভিযানে সকালে জেলার কসবা থানাধীন কাইয়ুমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৭০.৫ কেজি গাঁজাসহ মোঃ সানু মিয়া (৬০) গ্রেফতার করে। সে ঐ এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামতসংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :