শিরোনাম
◈ দৈনিক যায়যায়দিন পত্রিকার 'ডিক্লারেশন' বাতিল করল সরকার ◈ খাদ্য সহায়তা হ্রাস রোহিঙ্গাদের ওপর ‘সামাজিক ও মানসিক’ চাপ তৈরি করবে ◈ বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়, এখন থেকে চলবে নিজস্ব ব্যবস্থাপনায় ◈ বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষকে রাগ ও ক্ষোভে বটি দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২! ◈ বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিকের জন্য কানাডার ২৭২ মিলিয়ন ডলারের সহায়তা ◈ বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্টের রায় ◈ কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ◈ পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের নেপথ্যে বালুচ লিবারেশন আর্মি! এরা কারা? কেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে? ◈ অবৈধ অভিবাসীদের জন্য "সেলফ ডিপোর্টেশন " অ্যাপ চালু করলো ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রাম নগর থেকে ২৮ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্ধগলিত অবস্থায় পাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের খুলশী থানার টাইগারপাসের রেলওয়ে কলোনীর ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন জানান, আমরা দুপুর ১২টার দিকে সংবাদ পেয়ে এসে লাশটি উদ্ধার করেছি। তার আনুমানিক বয়স ২৮ বছর। রেলওয়ে কলোনীর যে ১৯ নম্বর পরিত্যক্ত ভবনের সিঁড়িতে যুবকের লাশ পাওয়া গেছে সেটা পরিত্যাক্ত ছিল। ভবনের পাশেই রেললাইন রয়েছে। এ ভবনে কয়েকজন থাকত বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি। রাতে নেশা করে সকালে তারা আবার চলে যেত। লাশ দেখে মনে হচ্ছে এটি সম্ভবত তিন থেকে চারদিন আগের। মুখমন্ডল বিকৃত হয়ে অর্ধগলিত অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, তার মুখমন্ডল পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই। নেশা করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়েও তার মৃত্যু হতে পারে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়