সানজিদা রূমা,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী চর মধুযা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. আমান উল্লাহ আমান (৪০) ৪০ কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের উপজেলা মোড় সংলগ্ন টেনিস কোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আমান উল্লাহ আমান উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চর্ম দুয়া ইউনিয়নের জন্ম দোয়া গ্রামের মৃত সরফত আলী শেক্ষার ছেলে। সে ওই ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি পদে দায়িত্বরত আছে। নরসিংদী গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আমান পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। আমান এলাকায় সব সময় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। রাযপুরা চরাঞ্চলে সংঘঠিত প্রায় প্রতিটি ক্রাইমের সাথে সে কোন না কোনভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল সে।। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বেশ কিছুদিন যাবৎ পুলিশ তাকে খুঁজছিল। আজ (বুধবার) বিকেলে নরসিংদী জেলা ডিবি পুলিশের একটি টীম তাকে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে।
ওসি জানান, হত্যা, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকসহ রায়পুরা থানায় তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :