শিরোনাম
◈ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চান রাজনীতিবিদরা  ◈ কর্মক্ষেত্রে সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও নীতি-নৈতিকতাও কঠোর দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টার ◈ শিক্ষকদের মানোন্নয়নে বাংলাদেশকে সাড়ে ৩৮ কোটি টাকা দেবে জাপান ◈ চতুর্থ প্রজন্মের চীনা যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ : সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন ◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নতুন করে তদন্ত করা উচিত: হাইকোর্ট ◈ শেখ হাসিনা ও মঈন ইউসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ◈ এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ ◈ সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ অবশেষে কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ ◈ মিয়ানমার নিয়ে বাংলাদেশ-ভারত-চীনের বৈঠক, কার কী স্বার্থ?

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইজতেমার মাঠে নিহত বেলাল হোসেনের দাফন সম্পন্ন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে নিহত হওয়া তিনজনের একজন ফরিদপুরের বেলাল হোসেন (৫৫)।
 
তিনি ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার মাইটা গোরস্থান এলাকার মৃত শেখ সামাদের সন্তান। বেলাল হোসেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন এবং পেশায় একজন ব্যবসায়ী। ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার। 
 
বেলাল হোসেনের বড় পুত্র জানান, গত প্রায় ৩৫ বছর যাবত তিনি তাবলীগের সাথে জড়িত। ৪০ দিনের চিল্লা শেষে তার বাবা তিনদিনের জোড়ে অংশ নিতে ইজতেমার ময়দানে সাথীদের সাথে প্রবেশ করছিলেন। এসময় হামলার শিকার হন। ময়নাতদন্তের পর মরদেহ ফরিদপুরে এনে বুধবার (১৮ ডিসেম্বর) বাদ এশা জানাযা শেষে মাইটা গোরস্থানে দাফন করা হয়।
 
প্রসঙ্গত, টঙ্গীর তুরাগতীরে ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় ৫০ জনের মতো আহত হন। মঙ্গলবার রাত ৩টার দিকে শুরু করে বুধবার দুপুরেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  
 
সংঘর্ষে নিহতরা হলেন, ফরিদপুরের কমলাপুর মাইটা গোরস্থান এলাকার বেলাল হোসেন (৫৪), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০)। অপরজন হলেন মাওলানা সাদের অনুসারী বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম (৬৫)।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়