শিরোনাম
◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়  ◈ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ ◈ তাবলিগ জামাআতের নেতৃত্বস্থ মুরুব্বিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মিজানুর রহমান আজহারীর ◈ অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত ◈ মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার ◈ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন: তারেক জিয়া ◈ ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা ◈ কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্যবিরোধী আন্দোলন (ভিডিও) ◈ ১০ ট্রাক অস্ত্র মামলা: জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য : (চসিক) মেয়র শাহাদাত 

এম আর আমিন, চট্টগ্রাম :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও নগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিজয়ের ৫৩টি বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। মানুষের মৌলিক অধিকার, কথা বলার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, মানবাধিকার, এবং ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর)বেলা ১১টায় নগরের সিআরবিতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


এসময় মেয়র আরো বলেন, আমরা যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়- তাহলে আমরা একটি গণতান্ত্রিক, সুন্দর, দুর্নীতিমুক্ত, ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সংবিধান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে। একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ তাদের কাঙ্ক্ষিত সংসদ সদস্যকে নির্বাচিত করতে পারবে এবং একটি কার্যকর গণতান্ত্রিক সরকার গঠন করতে পারবে।


মেয়র বলেন, আজকের এই বিজয় দিবসটি আমাদের জন্য আরেকটি বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। সেটি হলো ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আগস্টের বিজয়। এই বিজয় এবং বিজয় দিবসের মূল শিক্ষা হলো আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা। আজ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে দিতে পারব। মানুষের মৌলিক অধিকার, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এবং স্বাস্থ্য-এসব নিশ্চিত করা সম্ভব হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের নষ্ট হওয়া অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আবারো দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, এবং গণতান্ত্রিক একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব। এ বাংলাদেশ হবে জনগণের মৌলিক অধিকারসমৃদ্ধ, যেখানে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, কথা বলার স্বাধীনতা ফিরে পাবে এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটাই হোক আজকের বিজয়ের দিনের অঙ্গীকার। 


সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন,  রেল শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কামাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মোঃ সাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, সমাজ সল্যাণ সম্পাদক মারুফ হোসেন, বিভাগীয় সমন্বয়ক মনির আহমেদ, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান, এসকে মুজিব, মো. মেহেদি। 


প্রধান বক্তার বক্তব্যে এম আর মঞ্জু বলেন, বিগত ফ্যাসিস্ট ও পতিত  সরকার বাংলাদেশ রেলওয়েতে কর্মরত সকল শ্রেনীর কর্মচারীদের নায্য অধিকার খর্ব করেছে । যা বর্তমানে কর্মচারীদের  মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রেল শ্রমিকদল বরবরই ছিলো সোচ্চার। আমরা ইতিমধ্যেই কর্মচারীদের সকল দাবীমালা নিয়ে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে চলেছি।আশা করি আপনারা অতি শিঘ্রই এর ইতিবাচক একটি ফলাফল দেখতে পাবেন। রেল শ্রমিকদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ৫ই আগস্টের আগে যাদেরকে পাওয়া গিয়েছে তারাই আগামীতে নেতৃত্বে আসীন হবেন। এখানে ৫ তারিখের আগের বিএনপি ও ৫ তারিখের পরের বিএনপিকে এক করার সুযোগ নেই। এটা আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনা।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,চট্টগ্রাম শাখাস্থ নেতৃবৃন্দ জনাব আবুল কালাম,রফিকুল ইসলাম,মাকসুদুর রহমান, আমিরুজ্জামান,কামাল হোসেন,ছাবের আহমেদ,ফিরোজ আলম,শরিফুল আলম,তালেব উদ্দীন, মনছুর আলম, কাউছার হোসেন সহ প্রত্যেক শাখাস্থ সর্বস্থরের নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তাগন শ্রমিকদের ১০ দফা দাবী এবং রেল উন্নয়নে ১৬ দফা সুপারিশ বাস্তবায়নের দাবী পুন:ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়