শিরোনাম
◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়  ◈ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ ◈ তাবলিগ জামাআতের নেতৃত্বস্থ মুরুব্বিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মিজানুর রহমান আজহারীর ◈ অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত ◈ মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার ◈ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন: তারেক জিয়া ◈ ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা ◈ কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্যবিরোধী আন্দোলন (ভিডিও) ◈ ১০ ট্রাক অস্ত্র মামলা: জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অবৈধ অস্ত্র, একটি ওয়ান শুটার ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী আটক

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ১টি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধারসহ একজন অস্ত্রধারীকে আটক করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, ১৮ বুধবার গভীর রাত ১ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়াস্থ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করার সময় পূর্ব দিক থেকে একটি টমটম গাড়ি আসতে দেখে থামানোর জন্য সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা যাত্রী তাহার কোমর হইতে একটি বস্তু রাস্তায় ফেলে দেয়। সন্দেহ হলে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টমটম গাড়িতে থাকা যাত্রীকে গাড়ীর ড্রাইভার এর উপস্থিতিতে টমটম গাড়িসহ যাত্রীর দেহ তল্লাশী করে তাহার ডান হাতের মুঠোতে ১০ রাউন্ড রাইফেলের গুলি, এবং তাহার দেখানো মতে রাস্তার পাশে ফেলে দেওয়া ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, যাহার কাটের বাটযুক্ত বাটের অংশে লাল কসটেপ দ্বারা মোড়ানো, ফায়ারিং পিন সচল, লম্বায় আড়াআড়ি ভাবে ১১ ইঞ্চি পাইয়া নিজ হেফাজতে নেয়।

আটককৃত আসামী হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে আতাহারুল হক (১৯)। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, অবৈধ অস্ত্র ও গুলিসহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া পর কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়