শিরোনাম
◈ মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার ◈ ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা ◈ কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্যবিরোধী আন্দোলন (ভিডিও) ◈ ১০ ট্রাক অস্ত্র মামলা: জামায়াতের প্রয়াত আমিরকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস ◈ বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে ◈ বেনাপোল সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশি হত্যা  ◈ ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমারকে ওএসডি ◈ রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ◈ ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি, সরকার চায় উভয়পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ডি-৮ সম্মেলনে যোগ দিতে  মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:০২ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে মোটরসাইকেল-পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ইমাম ও মুয়া‌জ্জি‌ন নিহত

আরমান কবীরঃ টাঙ্গাইলের মধুপু‌রে মোটরসাইকেল ও পিকআপের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনায় দুইজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সংঘ‌র্ষের কার‌ণে মোটরসাইকেল‌টি দুম‌ড়েমুচ‌ড়ে যায় এবং পিকআপ‌টি সড়‌কের পা‌শে উল্টে যায়। 

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান শিরাজী (১৮)। 

বুধবার (১৮ ডি‌সেম্বর) ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘ‌টেছে। নিহত ওই দুইজন মধুপুর উপ‌জেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের সিরাজী মুয়াজ্জিন এবং হা‌বিবুর ইমামতি কর‌তেন। এছাড়া তারা দুইজন বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলা‌মিয়া সৈয়দ আহমাদিয়া দাওরা‌য়ে হা‌দিস মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, দুইজন মাদরাসার শিক্ষার্থী পড়া‌শোনার পাশাপা‌শি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম‌তি ও মুয়াজ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তো। ভো‌রে মস‌জি‌দে আযান দেয়ার জন‌্য মাদরাসা থে‌কে তারা মোটরসাইকেল‌যো‌গে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিল। এসময় বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপের সা‌থে তাঁদের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকে‌লে থাকা মুয়াজ্জিন ও ইমাম গুরুত্ব‌র আহত হয়। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। ভো‌রে প্রচুর কুয়াশা ছিল । ফলে রাস্তার কিছুই দেখা যা‌চ্ছিল না।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) এমরানুল কবীর জানান, সংঘ‌র্ষে দুইজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এরআগে তা‌দের গুরুত্বর আহতবস্থায় ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে তা‌দের মৃত‌্যু হয়। পিকআপ জব্দ করা হ‌য়ে‌ছে ত‌বে চালক পা‌লি‌য়ে‌ছে। 

তিনি আরও জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়