শিরোনাম
◈ প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব ◈ টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ ◈ ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ এবার তাবলিগের সাদপন্থীদের সঙ্গে বৈঠকের বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ ◈ ডি -৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা  ◈ ঢাকা মেডিকেলে ঢুকে এবার জুবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ◈ উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট ও শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র ◈ শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে কুয়েত ও সৌদি আরবে, তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে ◈ জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন আরও ৪০ জন, সদস্য এখন ১৪৭ ◈ ইসলামে দান-সদকার গুরুত্ব অপরিসীম, মৃত ব্যক্তির নামে দান-সদকা করলে কী হয়?

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় স্কুলে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য!

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া প্রতিনিধি: ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য সংগঠনটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিনস প্যান্ট ও টপস পরা দুই তরুণী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। তাদের হিন্দি গানেও নাচতে দেখা যায়। উঠতি বয়সী যুবকেরা মঞ্চে উঠে এক তরুণীর সঙ্গে নাচানাচি করেন। ভিডিওটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় বিদ্যালয় মাঠে এ ধরনের আপত্তিকর নৃত্য শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অনুষ্ঠানের আয়োজক হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাগর বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে আলোচনা সভা শেষে আমিসহ সংগঠনের কয়েকজন বাইরে গিয়েছিলাম। এর মধ্যে কে বা কারা দুই তরুণীকে নাচের জন্য মঞ্চে তুলে দেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবু সংগঠনের সভাপতি হিসেবে এর দায় আমার। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়