শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ আমদানি বাংলাদেশে এক তৃতীয়াংশে নেমেছে ◈ ময়ূখ রঞ্জনকে জোকার ও শুভেন্দু অধিকারীকে কুলাঙ্গার বললেন পশ্চিমবঙ্গের লেখক মানিক ফকির(ভিডিও) ◈ এবার শেখ হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকার জমা তথ্য পাওয়া গেল ◈ সাংবাদিকদের হেয় করায় জনপ্রশাসনের সভায় ব্যাপক হট্টগোল (ভিডিও) ◈ আমাকে ধরে নিয়ে বন্দী করেছিল, তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল : শহীদ মেজর তানভীরের স্ত্রীর(ভিডিও) ◈ চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনীয়া পানি শোধনাগার থেকে বছরে লাভ ১৩২ কোটি টাকা! ◈ দায়িত্ব পুলিশের, সহযোগিতা আপনাদের, এই দুইয়ের সমন্বয়ে উন্নতি সম্ভব : ডিএমপি  ◈ ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকে গেছে বিএনপির ভেতর : তারেক রহমান ◈ নড়েচড়ে বসেছে দুদুক, অনুসন্ধানের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ লাল-সবুজের রঙে সাজলো পোল্যান্ডের স্লাসকো দাবড়োভস্কিয়েগো সেতু

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাপিয়ার চোখের কর্নিয়াটি বাড়ির ফ্রিজেই রয়ে গেল

ডেস্ক রিপোর্ট : অপহরণের পর চার মাস আটকে রেখে চালানো হয় ধর্ষণ। একপর্যায়ে চোখ উপড়ে আহত অবস্থায় কিশোরীকে ফেলে রেখে যায় তার বাড়ির সামনে। চিকিৎসার অভাবে সেই কিশোরী সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নারায়ণপুর গ্রামে। নিহতের পরিবার আদালতে মামলা করলেও পুলিশ তিন মাসেও কাউকে ধরতে পারেনি। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত কিশোরীর নাম পাপিয়া আক্তার (১৪)। সে ওই গ্রামের মো. আবুল কালামের মেয়ে। পাপিয়া নান্দাইল উপজেলার একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। আর অভিযুক্ত ছেলেটি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাপিয়াকে প্রেম নিবেদনের পর ব্যর্থ হয়ে গত ১ জুন মেয়েটিকে তুলে নিয়ে যায় ছেলেটি। দীর্ঘদিন অজ্ঞাত স্থানে রেখে গত ৬ সেপ্টেম্বর দুপুরে কিশোরীকে বাড়ির সামনে সড়কের পাশে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ ও পরে ঢাকার আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে গত ১৫ দিন চিকিৎসায় বাঁ চোখ বাঁচাতে ডান চোখটি ওঠানো হয়। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরে পরিবার মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে। চিকিৎসকরা সঙ্গে দিয়ে দেয় চোখের কর্নিয়া। চিকিৎসকের পরামর্শ মতে কর্নিয়াটি নিরাপত্তা ও সতেজ থাকার জন্য বাড়ির ফ্রিজে রাখা হয়। পরিবার অপেক্ষায় ছিল মেয়েটি সুস্থ হলে আহত চোখে কর্নিয়া স্থাপন করা যাবে। দীর্ঘ দিন যন্ত্রণার পর সোমবার মারা গেছে মেয়েটি।

কান্নাজড়িত কণ্ঠে মা রানু আক্তার বলেন, ‘দমডা যাওনের আগেও আমার ধন আমারে কইছে, আম্মা আমার কাছে হোসেনের (অভিযুক্ত) চোখটা আইনা দেও। আমার দম যাওনের আগে দেইখ্যা যাইতাম চাই। আমি এ হত্যার বিচার চাই।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদ বলেন, ‘মেয়ের পরিবারকে সাহায্যসহ আইনি সহায়তা দিতে এসেছিলাম। এ ঘটনা নিয়ে গত ৯ সেপ্টেম্বর আদালতে মামলা হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের দায়িত্ব পায়। তবে এখন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ মতো নতুনভাবে আইনি প্রক্রিয়া করা হবে।’

জানতে চাইলে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ‘এখন আমরা আমাদের মতো করে আইনি প্রক্রিয়া করব। তারপরও নিহতের পরিবার যদি থানায় হত্যা মামলা করে, সেটিও করতে পারে।

সুত্র : নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়