শিরোনাম
◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিক্সার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসমা বেগম (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী মফিজ উল্যাহ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারি দিঘীরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আসমা ও আহত মফিজ সরকারি দিঘীরপাড় এলাকার বাসিন্দা। মফিজ ইসলামি শ্রমিক আন্দোলন কমলনগর উপজেলার দপ্তর সম্পাদক ও পেশায় রিকশা চালক।
নিহত আসমার বাবা নজির আহমদ জানায়, বাড়িতেই মফিজ তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেয়। গত রাতেও ব্যাটারিতে চার্জ দিয়ে তিনি ঘুমিয়ে পড়ে। সকালে তার স্ত্রী আসমা ব্যাটারি থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে যায়। এতে তিনি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। ঘটনাটি দেখতে পেয়ে তাকে বাঁচাতে গেলে মফিজও বিদ্যুৎস্পৃষ্ট হয়। একপর্যায়ে প্রতিবেশী লোকজন এসে মফিজ ও আসমাকে উদ্ধার করে। পরে মফিজকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়েছে। তার স্ত্রী আসমা ঘটনাস্থলেই মারা গেছে।

নজির আহমেদ বলেন, আসমার ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। মাকে হারিয়ে তারা এখন কান্নায় ভেঙে পড়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়