শিরোনাম
◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৫ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরিয়ানি খেয়ে গোপালগঞ্জে প্রাক-বড়দিন অনুষ্ঠানে দুই শতাধিক শিশু-কিশোর অসুস্থ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠানের খাবার খেয়ে দুই শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে বিরিয়ানি খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে তালিকাভুক্ত ৩ শতাধিক শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিন অনুষ্ঠানের আয়োজন করে চার্চ অব বাংলাদেশ। দুপুরে শিশুদের বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। সেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে শিশুরা। এরই মধ্যে ৬০জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, শিশু-কিশোরকে দুপুর ২ টার দিকে বিরিয়ানি খাবারের প্যাকেট দেয়া হয়। এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানা জনিত সমস্যা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে এই রোগীদের চাপ বাড়তে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় কারণে এই ঘটনা ঘটতে পারে। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়