শিরোনাম
◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০৮ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর হাতে বিএনপির ৭ নেতা-কর্মী আটক , মুচলেকায় দিয়ে মুক্তি

ডেস্ক রিপোর্ট : ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতা-কর্মী আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল রোববার রাতে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকা থেকে তাঁদের আটক করে সেনাবাহিনী।

আটক অন্যরা হলেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।

আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আজ সোমবার সকালে আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। একপর্যায়ে আমিনবাজার সেনাবাহিনীর ক্যাম্প অতিক্রম করার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। এ সময় সিগন্যাল না মানায় সাতজনকে আটক করে সেনাবাহিনী।

বিমানবন্দর সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিব বলেন, ‘আটকদের আজ সোমবার সকালে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তথ্য নিতে পারেন।’ এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়