শিরোনাম
◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০১ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০০ বছরের রেইনট্রির মগডালে আগুন, নেভাতে ছুটে এলো ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে প্রায় ২০০ বছর বয়সী একটি রেইনট্রি গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ শহরের আলোর মেলা পুরাতন কোর্ট এলাকায় রাস্তার পাশে ২০০ বছর বয়সী একটি রেইনট্রি গাছের মগডালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এ আগুন দেখে পুরাতন কোর্ট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচের খড়কুটার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মগডালে ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের সরকারি অফিসের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সুত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়