শিরোনাম
◈ এক টাকাও খরচ করতে পারেনি দুই মন্ত্রণালয়! ◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহান বিজয় দিবসে বাঁশখালী প্রশাসনের দিনব্যাপী কর্মসুচী পালন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা পরিষদে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্মা কুহেলিকা সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন অফিসার হারুন মোল্লা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: এনামুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা,ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো:জামশেদুল আলমের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ডা: আবু ইউসুফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অসিত সেন, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম চৌধুরী।বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সঞ্চালনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক অন্যান্য কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে জিয় দিবস উপলক্ষে অনুষ্টিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় , এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলাদাভাবে শহিদ মিনারে পুস্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিকালে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয় , এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ছবি সংযুক্ত ১) বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন প্রশাসন। ২) বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা: আবু ইউসুফ চৌধুরী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়