লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : ৫৪ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় মেলা এবং মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ১৬ ডিসেম্বর সকালে বিজয় র্যালি, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের এবং শহীদের স্মরণে মোনাজাত শেষে উপজেলা পরিষদ চত্বরে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিজয় মেলার উদ্বোধন করা হয়।
মধুপুর উপজেলা চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, অফিসার্স ইনচার্জ ইমরানুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন বাহিনীর উপজেলা প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী বৃন্দ , গণমাধ্যমকর্মী, সুধীজন প্রমুখ। এ ছাড়াও পৃথক পৃথক ভাবে বিজয় দিবস উদযাপন করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী ও মাহবুবুর রহমান আনাম স্বপন ফকির গ্রুপ, জামাযাতী ইসলামি মধুপুর শাখা, গণ অধিকার পরিষদ মধুপুর শাখা, মধুপুর প্রেসক্লাব, রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মেলবন্ধনের বিজয় মেলাটি সকলের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে। মেলায় নানা ধরনের স্টল বসে।দর্শকরা এসময় মেলা ঘুরে দেখেন এবং শিশু কিশোরদের মাঝে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :