শিরোনাম
◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার ◈ আসাদের বিবৃতি, সিরিয়া ছেড়ে যেতে চাইনি ◈ বঙ্গভবনে গিয়ে মোবাইল ফোন হারালেন মির্জা আব্বাস ◈ প্রাণের উচ্ছাসে মেতে উঠেন সংগীতপ্রেমিরা ' সবার আগে বাংলাদেশ’ কনসার্টে, মঞ্চ ভেঙে আহত সাংবাদিকরা ◈ বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান, যোগ দেননি কর্নেল অলি ◈ দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত ◈ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাকাশের গল্প শোনালেন নাসার প্রধান মহাকাশচারী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলফাডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একান্ন হাজার পাঁচশত  টাকা জরিমানা 

আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে মধুমতি নদীর পাড় থেকে খাস জমির মাটি কাটার  ও  গ্রামীণ অবকাঠামো  রাস্তা নষ্ট করার অপরাধে এক ব্যবসায়ী ও তিন টলির ড্রাইভারকে একান্ন হাজার পাঁচশত  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৫  ডিসেম্বর ) বিকেলে উপজেলার গোপালপুর  ইউনিয়নের চর কাতলাসুর  এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

বালু ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৪৭)  উপজেলার পৌর সদর কুসুমদী গ্রামের  মৃত মুনছুর মোল্লার ছেলে।টলি ড্রাইভার একই উপজেলার পাড়াগ্রাম মো. ইসমাইল মোল্লা,  পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের মো. সবুজ বিশ্বাস ও  মাগুরা গ্রামের মো. আশিক। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত ইউএনও  এ, কে, এম রায়হানুর রহমান  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভারপ্রাপ্ত ইউএনও এ, কে, এম রায়হানুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন অমান্য করে নদীর পাড় থেকে দীর্ঘ এসকেভটর দিয়ে  মাটি, বালু কাটা, বিক্রি ও নদীর গতিপথ পরিবর্তন করার অপচেষ্টাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায়  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ১,২,৩ ধারা অনুযায়ী অভিযুক্ত  তিন টলি ড্রাইভারকে  পাঁচশত  টাকা করে জরিমানা এবং বালু ব্যবসায়ী আনোয়ারকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের  কারাদণ্ড প্রদান করা হয়েছে।সকলে নগদ টাকা জরিমানা  দিয়েছেন।   

যে কোন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পেলে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়