শিরোনাম
◈ পাকিস্তানের গণমাধ্যমে মুক্তিযুদ্ধের খবর প্রকাশ পেল কীভাবে? ◈ জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন ◈ সংস্কারের আগে মূল্যস্ফীতি ও বিনিয়োগের সমাধান জরুরি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ বিজয় দিবসের উদ্‌যাপন ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০ ◈ বাংলাদেশ নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী (ভিডিও) ◈ ৪ বছরের মধ্যে সর্বনিম্নে রডের দাম  ◈ নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম (ভিডিও) ◈ ওসমানী বলেছিলেন ভারত সাহায্য না করলেও মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়ে যেতাম : আবদুল্লাহ আবু সায়ীদ ◈ দাম সহনীয় রাখতে ভোজ্য তেলে ভ্যাট কমাল সরকার ◈ আসাদের বিবৃতি, সিরিয়া ছেড়ে যেতে চাইনি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিপুর প্রেসক্লাবে রাতের আধারে দুর্ধর্ষ চুরি

জাকারিয়া জাহিদ,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরের দল প্রেসক্লাব থেকে একটি টিভি, দুইটি কম্পিউটার, একটি সোলারের ব্যাটারি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এই চুরির ফলে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, "রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা এই বিষয়ে সাধারণ ডায়রি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।এই চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রেসক্লাব গণমাধ্যমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে, তাই এই চুরির ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে স্থানীয় প্রশাসন প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

এ বিষয়ে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না আপনার মাধ্যমে জেনেছি, আমরা মহিপুর থানা বিএনপি উক্ত বিষয়ের নিন্দা জানাই এবং যারা এহেন কর্মকান্ড করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। মহিপুর থানা বিএনপিসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা করে চোর সনাক্ত করতে সহযোগিতা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়