আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া সদর উপজেলার চক সুত্রাপুর জহুরুল পাড়ারর মৃত সিরাজ উদ্দিনের ছেলে স্বপণ ওরফে কুদ্দুছ (২৮) ও আদমদীঘি উপজেলার চাঁপাুর বাসস্ট্যান্ড এলাকার রফিক মিয়ার ছেলে রাজু মিয়া (৩২)।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত আগাই টার সময় গোপন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ দল আদমদীঘি উপজেলার ছ৭াপাপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্রির সময় উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :