রতন কুমার রায়, ডোমার(নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানতে শহীদ বেদীতে পুস্পাঞ্জলি অর্পণ,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
রবিবার(১৬ ডিসেম্বর) ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসুচনা করেন পুলিশ বাহিনীর একটি দল ও সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নাজমুল আলম।এরপর বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।পৌরসভার পক্ষে প্রশাসক এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি,স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী,থানা পুলিশের পক্ষে ওসি মো. আরিফুল ইসলাম।উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু,সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু,সাধারন সম্পাদক মো. মোজাফ্ফর আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলি অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,সাংবাদিক সংগঠন,স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
এরপরে সকাল ১০টায় হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :