শিরোনাম
◈ তোমাদের মাথা খারাপ হতে ১৭ মিনিট সময় লাগবে না: হুঁশিয়ারি পার্থের (ভিডিও) ◈ ফরাসি অঞ্চল মায়োত্তেতে ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডব, মৃতের সংখ্যা কয়েকশ হওয়ার আশঙ্কা ◈ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে যেভাবে স্বাগত জানালেন রাজনীতিবিদরা ◈ এবার ফিল্মি স্টাইলে ডাকাতি হলো চিত্রনায়ক ওমর সানীর বাসায়! ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশে কী পরিবর্তন হয়েছে ? ◈ বয়কটের ডাক বাংলাদেশি শিল্পীদের, বিজেপি নেতা যে বার্তা দিলেন জয়া-চঞ্চল ইস্যুতে ◈ আগামীকাল স্কুলে ভর্তির লটারি, যেভাবে দেখবেন ফলাফল  ◈ ইজতেমা নিয়ে সাদ ও জুবায়েরপন্থিদের বিরোধ চরমে, পাল্টাপাল্টি মামলা ◈ প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত ইসি ◈ ৯৫ দিন আত্মগোপনে থেকে যেভাবে দেশ ছাড়েন ওবায়দুল কাদের (ভিডিও)

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৪ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে বিজয়ের প্রকৃত সুফল অর্জন করা সম্ভব : মেয়র শাহাদাত

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিজয়ের ৫৩ বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত হয়নি। ৫৩টি বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এখনও মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে, আমরা আমাদের বিজয়ের প্রকৃত সুফল অর্জন করতে পারব।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর উত্তর কাট্টলীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

এসময় মেয়র ছাড়াও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ ও জেলা প্রশাসক ফরিদা খানমও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মেয়র আরও বলেন, বর্তমানে মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের যে নিশ্চয়তা নেই এবং গণতন্ত্রের পথে যে প্রতিবন্ধকতা রয়েছে তা আমরা অতিক্রম করার চেষ্টা করছি। মানুষের মৌলিক অধিকার, কথা বলার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, মানবাধিকার এবং ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয় তাহলে আমরা একটি গণতান্ত্রিক, সুন্দর, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সংবিধান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে। একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ তাদের কাক্সিক্ষত সংসদ সদস্যকে নির্বাচিত করতে পারবে এবং একটি কার্যকর গণতান্ত্রিক সরকার গঠন করতে পারবে।

আজ বিজয় দিবসটি আরেকটি বিজয় ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আগস্টের বিজয়’-এর কথা স্মরণ করিয়ে দিচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, এ বিজয় এবং বিজয় দিবসের মূল শিক্ষা হলো আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা। আজ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে দিতে পারব। মানুষের মৌলিক অধিকার, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য-এসব নিশ্চিত করা সম্ভব হবে।

ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে মেয়র আরও বলেন, এ বাংলাদেশ হবে জনগণের মৌলিক অধিকারসমৃদ্ধ, যেখানে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, কথা বলার স্বাধীনতা ফিরে পাবে এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

এদিকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে টাইগারপাসের চসিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র। এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়