সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ইং পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা। সকাল ১০টায় পরিষদের চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর পর্যায়ক্রমে সালথা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, উপজেলা বিএনপি, জাকের পার্টি, উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, জনস্বাস্থ্য প্রকৌশল আল-আমীন হুসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :