ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা ও মারপিটের ঘটনার মামলায় ১৫ ডিসেম্বর রবিবার আশরাফুল ইসলাম মতিন নামে একজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
এর আগে কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ বাদী হয়ে আটজনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করছেন।
গ্রেফতারকৃত মতিন এই মামলার ৮ নম্বর আসামি ও একই মামলার দুই নম্বর আসামি আমির হামজা মানিকের বাবা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।
মামলার আসামিরা হলেন: কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আশরাফুল ইসলাম মতিনের ছেলে স্যাম সাদিক (২২), জগতি এলাকার আমির হামজা মানিক (২২), থানাপাড়া এলাকার প্রেম (২৩), শাহরিয়ার (২২), সিয়াম (২৩), টোটন (২৩), কমলাপুর এলাকার গোপিজয় (২৩), একই এলাকার মৃত আবু হানিফের ছেলে আশরাফুল ইসলাম মতিন (৫৫)।
এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র নেতারা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। মামলার ৮ নম্বর আসামি মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতারা হামলার শিকার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতারা দাবি করেন, তাদের উপর শনিবার সন্ধ্যা ৭টার দিকে এসময় প্রায় ৩০ থেকে ৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের হাতে অস্ত্র ছিল। হামলা করে অভিযুক্তরা পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :