শিরোনাম
◈ যৌক্তিক সময়ে নির্বাচন চায় জনগন: মির্জা আব্বাস  ◈ বাংলাদেশের সঙ্গে চলমান টানাপোড়েন অবসানের আশা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর ◈ নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ ◈ স্ত্রীর মৃত্যুর কতদিন পর বিয়ে করা যায়? জানতে গুগলে সার্চ করে ধরা খেলো খুনি ◈ পাচার করা টাকা দেশে গোলযোগ সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে: ড. ইউনূস ◈ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে : নাহিদ ইসলাম ◈ বিডিআর হত‍্যাকাণ্ডের তদন্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল ◈ স্মৃতিসৌধে কথা বলতে বলতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার নেতৃত্বে হবে 'জাতীয় ঐকমত্য গঠন কমিশন' ◈ সাকিব ইংল্যান্ডে নিষিদ্ধ, বাংলাদেশেও কি ‘নিষিদ্ধ’ হবেন, বিসিবি যা বলছে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ছাত্র নেতাদের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার ১

কুষ্টিয়ায় ছাত্র নেতাদের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার ১

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা ও মারপিটের ঘটনার মামলায় ১৫ ডিসেম্বর রবিবার আশরাফুল ইসলাম মতিন নামে একজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এর আগে কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ বাদী হয়ে আটজনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করছেন।

গ্রেফতারকৃত মতিন এই মামলার ৮ নম্বর আসামি ও একই মামলার দুই নম্বর আসামি আমির হামজা মানিকের বাবা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।

মামলার আসামিরা হলেন: কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আশরাফুল ইসলাম মতিনের ছেলে স্যাম সাদিক (২২), জগতি এলাকার আমির হামজা মানিক (২২), থানাপাড়া এলাকার প্রেম (২৩), শাহরিয়ার (২২), সিয়াম (২৩), টোটন (২৩), কমলাপুর এলাকার গোপিজয় (২৩), একই এলাকার মৃত আবু হানিফের ছেলে আশরাফুল ইসলাম মতিন (৫৫)।

এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র নেতারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। মামলার ৮ নম্বর আসামি মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি অভিযুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতারা হামলার শিকার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতারা দাবি করেন, তাদের উপর শনিবার সন্ধ্যা ৭টার দিকে এসময় প্রায় ৩০ থেকে ৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের হাতে অস্ত্র ছিল। হামলা করে অভিযুক্তরা পালিয়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়