ফারুক আহাম্মদ, কুমিল্লা (ব্রাহ্মণপাড়া) প্রতিনিধি : এ যেন বিদ্যুৎ লাইন ঘেঁষে ভবন নির্মাণের প্রতিযোগিতা। বৈদ্যুতিক লাইনের কাছে ভবন নির্মাণে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর এলাকায় হাই ভোল্টেজ লাইনের বৈদ্যুতিক খুুঁটি বহাল রেখে বাড়ি করছেন এক শ্রেণির মালিকগন। এসব ভবনে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। ভবনের ছাদের পাশে বিদ্যুৎ স্পৃষ্টে জুনায়েদ আহাম্মেদ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জুনায়েদের চাচা আল-আমিন হোসেন।
জানা যায়, রোববার ১৫ ডিসেম্বর বিকাল আনুমানিক ৫টায় ৫ম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ উপজেলা সদর এলাকার মোহন হাজীর ছেলে দেলোয়ার হোসেনের ভবনের ছাদে খেলা করছিল, খেলার এক পর্যায়ে ভবনের পাশে ঘেষে থাকা উচ্চমাত্রার বৈদ্যুতিক লাইনে হাত লাগলে মহুর্তের মধ্যে তার পুরো গায়ে আগুন লেগে যায়। তার সাথে থাকা অন্যান্য শিশুদের আত্ম চিৎকার শুনে স্থানীয় লোকজন ভবনের ছাদে গেলে জুনায়েদকে বৈদ্যুতিক তারের সাথে লেগে থাকতে দেখে তাৎক্ষনিক জরুরী সেবা ৯৯৯ কল করে বৈদ্যুতিক লাইন বন্ধ করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। তখনেই তার পুরো শরীর পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুনায়েদ উপজেলার সাহেবাবাদ গ্রামের খালেক মেম্বারের বাড়ির নুরুল আমিনের ছেলে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেন। থানার এস আই সাহাবুল আলম জানান, নিহত জুনায়েদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার জন্য অফিসার ইনচার্জের বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে জুনায়েদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাচার বাসায় বেড়াতে এসে জুনায়েদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :