শিরোনাম
◈ চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা নদভী আটক ◈ ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা- গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র ◈ দেনমোহর সম্পর্কে যা জানা খুবই গুরুত্বপূর্ণ ◈ পনের বছরে সৌদিতে ১৩,৬৮৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা জিতেছে, অন্য ম্যাচে বিধ্বস্ত ব্রাজিল ◈ যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক ◈ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ ◈ বরিশালের কাছে হেরে গেলো তামিমের চট্টগ্রাম  ◈ বছর ঘুরলেই বাড়ে বাড়ি ভাড়া, অসহায় মানুষ ◈ রাষ্ট্র মেরামতে সরকারের কেমন সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে : তারেক রহমান 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্র সংস্কার নয়,  দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : এলডিপি মহাসচিব ড.রেদোয়ান 

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন- একজন অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে এবং তাদের প্রতিশ্রুতি হলো রাষ্ট সংস্কারের। আমি আশা করবো- আপনারা রাষ্ট্র সংস্কার নয়, নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়ন এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেকেই বলছেন অন্তবর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা আছে। অন্তবর্তীকালীন ড. ইউনুছ এর সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করলেও থাকতে পারবে না। একটি রাষ্ট্র সংস্কারের সমস্ত কাজ এই অন্তবর্তীকালীন সরকারের করার কোন সুযোগ নাই। রাষ্ট্র সংস্কার করবে রাজনৈতিক সরকার।

নির্বাচনী সংস্কারের জন্য যতটুকু সময়ের দরকার আপনারা অনতিবিলম্বে অল্পসময়ের মধ্যে নির্বাচনী সংস্কার কাজ শেষে করে দ্রুত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে আগামী নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ূ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর বক্তব্যকে উদ্দেশ্য করে সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, অনেকেই বলে থাকেন ‘দীর্ঘ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে সমর্থ হয় নাই রাষ্ট্র সংস্কার করতে পারে নাই। তারা ক্ষমতায় এলে যে রাষ্ট্র সংস্কার করবেন তার নিশ্চয়তা কোথায়’? ২০২৩ সালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন জনসম্মুখে তুলে ধরেছেন। আমরা বিএনপি জোটের শরীকদল হিসেবে এবং যুগপথ আন্দোলনের সাথী হিসেবে তার ওই ৩১ দফা বাস্তবায়ন সমর্থন দিয়েছি। আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন হবে এবং তারেক রহমানের প্রতিশ্রুত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা একটি একটি করে বাস্তবায়নের মধ্য দিয়ে সোনার বাংলা গড়ে উঠবে।

বরকইট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ভূইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের। উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু’র সঞ্চালনায় এবং উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলাল এর সার্বিক তত্ত্বাবধানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, গণতান্ত্রিক যুবদল চান্দিনা পৌরসভার সাধারণ সম্পাদক জামসেদ আহমেদ জাকি, বরকইট ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক জামাল সরকার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক এনামূল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়