শিরোনাম
◈ দেনমোহর সম্পর্কে যা জানা খুবই গুরুত্বপূর্ণ ◈ পনের বছরে সৌদিতে ১৩,৬৮৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা জিতেছে, অন্য ম্যাচে বিধ্বস্ত ব্রাজিল ◈ যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক ◈ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ ◈ বরিশালের কাছে হেরে গেলো তামিমের চট্টগ্রাম  ◈ বছর ঘুরলেই বাড়ে বাড়ি ভাড়া, অসহায় মানুষ ◈ রাষ্ট্র মেরামতে সরকারের কেমন সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে : তারেক রহমান  ◈ বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যেকার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে : প্রধান উপদেষ্টা ◈ সিলেটের কোম্পানীগঞ্জে আবারও সংঘর্ষ, মাইকিং করে জড়ো করা হয় লোক, আহত অর্ধশতাধিক

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ৬ জেলে

জিয়াবুল হক, টেকনাফ : মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় জেলে ২০ দিন পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং চারজন রোহিঙ্গা। ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নাফনদীর পয়েন্ট দিয়ে তারা দেশে ফেরত আসেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘‘এ বিষয়ে আমরা কিছুই জানি না। ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী এলাকার দুদু মিয়া এবং তার ছেলে আব্বাস মিয়া। বাকিরা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জেলে দুদু মিয়ার ভাতিজা রাসেল মিয়া বলেন, ‍“পরিবারের পক্ষ থেকে মিয়ানমার রাখাইনের রোহিঙ্গা এক চেয়ারম্যানের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনা হয়।”

তিনি আরও বলেন, “গত ২৩ নভেম্বর টেকনাফের নাফনদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। তারা জেলেদের রাখাইন রাজ্যে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। প্রত্যেকের জন্য ২২ হাজার টাকা দিয়ে তাদের মুক্ত করা হয়।”

এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী বলেন, নাফনদীতে
মাছ ধরার সময় চার রোহিঙ্গা ও দুই বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরিবারের সদস্যদের প্রচেষ্টায় ২০ দিন পর তারা মুক্তি পান।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়