শিরোনাম

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইকবালকে(৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে নগরের বন্দর থানাধীন ২ নম্বর সাইট মালুম বাড়ী জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরের দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে। ইকবালের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর সভাপতি ও বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানায় ২০১৮ সালের ২৬ মার্চ একটি হত্যা মামলা ছাড়াও গত ২২ আগস্ট বন্দর থানা এলাকায় একটি ভাঙচুর ও লুটপাটের মামলা, ২০২০ সালের ১৪ মার্চ আরেকটি হত্যাচেষ্টা মামলা এবং ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ইপিজেড থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়