শিরোনাম
◈ স্ত্রী আওয়ামী লীগ করায় মারধর, তালাক দিতে চাপ দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও: প্রধান উপদেষ্টা  ◈ নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি রিভা গ্রেফতার ◈ খালি পেটে মোটেও যে খাবারগুলো খাওয়া ঠিক নয় ◈ ৪ হাজার টনের বেশি তেল নিয়ে ঝড়ের কবলে পড়ে রুশ তেলবাহী জাহাজ দুই টুকরো! ◈ রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান  রাষ্ট্রপতির ◈ অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন ◈ বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন ◈ ঢাকায় এক ঘণ্টা কোথায় ছিলেন  বিক্রম মিশ্রি ? ◈ ৯২ জেলের ভারতের ‘শর্ত’ মেনে মুক্তির প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ট্রলির সংঘর্ষে নূর হায়াত (১২) নামের এক শিশু নিহত হয়েছেন। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হায়াত শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর নাসির মন্ডলের টোলার গ্রামের বাবর আলীর ছেলে। এঘটনায় ট্রলিতে থাকা একই গ্রামের রাকিব (৩৫) নামের একজন আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) গোলাম জাকারিয়া জানান, সকালে রাকিব ও নূর হায়াত ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি আসছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসিকনগর এলাকায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ট্রলিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে রাকিব ও নূর হায়াত গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশেষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর হায়াতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাকিব চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জানান, নূর হায়াতের মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মোটর যান আইনে মামলা দায়ের করা হয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়