শিরোনাম
◈ ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা- গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র ◈ দেনমোহর সম্পর্কে যা জানা খুবই গুরুত্বপূর্ণ ◈ পনের বছরে সৌদিতে ১৩,৬৮৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা জিতেছে, অন্য ম্যাচে বিধ্বস্ত ব্রাজিল ◈ যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক ◈ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ ◈ বরিশালের কাছে হেরে গেলো তামিমের চট্টগ্রাম  ◈ বছর ঘুরলেই বাড়ে বাড়ি ভাড়া, অসহায় মানুষ ◈ রাষ্ট্র মেরামতে সরকারের কেমন সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে : তারেক রহমান  ◈ বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যেকার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ট্রলির সংঘর্ষে নূর হায়াত (১২) নামের এক শিশু নিহত হয়েছেন। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হায়াত শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর নাসির মন্ডলের টোলার গ্রামের বাবর আলীর ছেলে। এঘটনায় ট্রলিতে থাকা একই গ্রামের রাকিব (৩৫) নামের একজন আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) গোলাম জাকারিয়া জানান, সকালে রাকিব ও নূর হায়াত ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি আসছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসিকনগর এলাকায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ট্রলিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে রাকিব ও নূর হায়াত গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশেষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর হায়াতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাকিব চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জানান, নূর হায়াতের মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মোটর যান আইনে মামলা দায়ের করা হয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়