শিরোনাম
◈ ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীল সমাজের অবদান? প্রশ্ন রিজভীর ◈ বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ ◈ উত্তরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত ◈ ৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার ◈ আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন: মোদির উদ্দেশে রাহুল (ভিডিও) ◈ ভারতে ‘বুলডোজার বিচার,’ শত সহস্র মুসলমান ঘর-বাড়িহারা ◈ বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা, পরিশ্রমী, সৃজনশীল ও সফল : রামোস-হোর্তা ◈ বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দু’টি চুক্তি সই ◈ গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে অভিযান, পুলিশের গাড়ি ভাংচুর, আটক ৬ ◈ (১৫ ডিসেম্বর) ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৭ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ডাকাতদলের দুই সদস্য আটক, গরু উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডাকাতি হওয়া একটি পিকআপ, গরু, নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর শরিয়তপুর জেলার ডামুড্যা থানার গরু ব্যবসায়ী মোতালেব মাতুব্বর কুষ্টিয়া থেকে গরু ভর্তি পিকআপ নিয়ে শরিয়তপুর যাওয়ার সময় ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড় হতে এগিয়ে বাইপাস সড়ক দিয়ে যাত্রাপথে রাত সাড়ে ৮ টার দিকে ডকাত দলের একটি টিম পিকআপে থাকা ৬ টি গরুসহ পিকআপ ও নগদ এক লক্ষাধিক টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে। এ ঘটনায় মোতালেব মাতুব্বর কোতয়ালি থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। 

এ ঘটনায় কোতয়ালি থানা পুলিশ গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর হাসিবুল হাসান ওরফে জসিম মোল্যা (২৬) নামে এক আসামিকে আটক করেন। হাসিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যমতে ইয়াদ আলী খান (৫২) নামে আরও এক আসামি আটক করেন। আটক আসামি হাসিবুল হাসান ওরফে জসিম মোল্যা (২৬) ফরিদপুরের সালথা উপজেলার হারেস মোল্যার ছেলে। অপর আসামি ইয়াদ আলী খান (৫২) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হাসেম খানের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়