শিরোনাম
◈ রাষ্ট্র মেরামতে সরকারের কেমন সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে : তারেক রহমান  ◈ বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যেকার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে : প্রধান উপদেষ্টা ◈ সিলেটের কোম্পানীগঞ্জে আবারও সংঘর্ষ, মাইকিং করে জড়ো করা হয় লোক, আহত অর্ধশতাধিক ◈ ডিম-মুরগির উৎপাদন জানুয়ারি থেকে বন্ধ রাখা নিয়ে যা জানালো পোল্ট্রি অ্যাসোসিয়েশন ◈ গুমের পর অনেককেই মাথায় গুলি করে হত্যা, মরদেহ ফেলা হয় নদীতে : তদন্ত কমিশন প্রতিবেদন ◈ চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই এসেছে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স ◈ মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত ◈ ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীল সমাজের অবদান? প্রশ্ন রিজভীর ◈ বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে অভিযান, পুলিশের গাড়ি ভাংচুর, আটক ৬

গিয়াস উদ্দিন তাহেরি

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হামলা শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার পওন ইউনিয়নের চরইসলামপুর গ্রামের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করেছে। এ ঘটনায় তাহেরির ছয়জন সমর্থককে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- উপজেলার চর ইসলামপুর মধ্যপাড়ার মন মিয়ার ছেলে ওমর আলী (২৯), একেই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাকিম মিয়া (৩৭), মৃত আব্দুল কাশেমের ছেলে সেলিম মিয়া (২৪), নাজিরাবাড়ির রমজান মিয়ার ছেলে শাহানুর (৩৫), একেই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মিজান মিয়া, ছতরপুর গ্রামের সেন্ট মিয়ার ছেলে মোশাররফ মিয়া।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরির বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ি এলাকায় তাহেরির উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এসময় তাহেরির সমর্থকরা গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।

এর আগে, গত(১৩ ডিসেম্বর) শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরির সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। ওই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়