শিরোনাম
◈ উত্তরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত ◈ ৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার ◈ আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন: মোদির উদ্দেশে রাহুল (ভিডিও) ◈ ভারতে ‘বুলডোজার বিচার,’ শত সহস্র মুসলমান ঘর-বাড়িহারা ◈ বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা, পরিশ্রমী, সৃজনশীল ও সফল : রামোস-হোর্তা ◈ বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দু’টি চুক্তি সই ◈ গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেফতার করতে অভিযান, পুলিশের গাড়ি ভাংচুর, আটক ৬ ◈ (১৫ ডিসেম্বর) ডলার-ইউরোসহ বৈদেশিক মুদ্রার আজকের এক্সচেঞ্জ রেট ◈ পৃথিবীতে সম্ভবত ড. ইউনূসই একমাত্র নেতা, যার এত যোগ্যতা: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট  ◈ সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:১১ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। শনিবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার জাকস্ এনজিও এর সামনে থেকে আটক করেছে। এসময় একটি পিকআপ জব্দ করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার কোতয়ালী থানার ছোট গুলগুলা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৬) (ড্রাউভার) ও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও সদর থানার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন মাসুদ রানা (২৮) (হেলপার)।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, র‌্যাব-১২ এর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জেলার সলঙ্গা থানার জাকস্ এনজিও এর সামনে রংপুর হতে ঢাকাগামী একটি পিকআপ আটক করে। পরে পিকআপের ড্রাইভারের ছিটের পিছনে ব্যাক ডালার নিচে সংরক্ষিত ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৯৪০ টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়