শিরোনাম
◈ ডিম-মুরগির উৎপাদন জানুয়ারি থেকে বন্ধ রাখা নিয়ে যা জানালো পোল্ট্রি অ্যাসোসিয়েশন ◈ গুমের পর অনেককেই মাথায় গুলি করে হত্যা, মরদেহ ফেলা হয় নদীতে : তদন্ত কমিশন প্রতিবেদন ◈ চলতি মাসের প্রথম দুই সপ্তাহেই এসেছে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স ◈ মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা  ◈ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানের সিদ্ধান্ত ◈ ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর সফলতা কে এনেছে? এগুলো কি সুশীল সমাজের অবদান? প্রশ্ন রিজভীর ◈ বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ ◈ উত্তরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত ◈ ৯৯৯ নম্বরে ফোনকলে ফেরি থেকে প্রায় ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার ◈ আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন: মোদির উদ্দেশে রাহুল (ভিডিও)

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মিডিয়ায় অপপ্রচারের ক্ষোভ ঝাড়লেন ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বীরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ভারতে যেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের ভিত্তিহীন বক্তব্য প্রচার ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিগণ। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ৫ আগস্টের পর ফরিদপুরে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে বলে যেই বক্তব্য প্রচার করা হচ্ছে সেখানকার নানা অখ্যাত চ্যানেলে তার কোন সত্যতা নেই। ফরিদপুরে আমরা অনেক ভালো আছি।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিএনপির  ৩১ দফা বাস্তবায়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভায় বক্তাগণ একথা বলেন।

স্থানীয় যুবদলের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু তিনি বলেন, শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেয়া কোনমতেই ঠিক হয় নাই। কারণ সেখানে নিজেকে নিরাপদে  রেখে তিনি একের পর এক ষড়যন্ত্র করছেন। লাখো কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাওয়া হাসিনা এখন দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলতে উদ্যত হয়েছে। তার এই ষড়যন্ত্র কোনভাবেই সফল হবেনা।

এদেশের হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে এককাতারে দাড়িয়ে তার এই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে।

সভায় বক্তব্যকালে জেলা পূজা উদযাপন কমিটির নেতা ননি গোপাল বিশ্বাস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি এখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের পূঁজি করে জঘন্য রাজনীতির নতুন পর্ব শুরু করেছেন। ভারতের কিছু মিডিয়া সেদেশে যাওয়া কতিপয় ব্যক্তির যে সাক্ষাৎকার প্রচার করছে তার সাথে বাস্তবতার কোন মিল নেই। দেশকে ভালোবাসলে তারা দেশের বিরুদ্ধে এমন মিথ্যাচার করতে পারতো না। আমরা হিন্দু মুসলিম মিলেমিশে ভালো আছি। আমরা এদেশের হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের এসব বানোয়াট কাহিনী প্রচারের তীব্র নিন্দা জানাই।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মোফাজ্জল শেখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়