এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনীতে আহনাফ আল মাঈন নাশিত (১০) হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিহত নাশিতের এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নাশিতের স্কুল ফেনী গ্রামার স্কুল, জিয়া একাডেমি স্কুল ও ফেনী বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্যকালে ফেনী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ডা. রাজিয়া সুলতানা বলেন, নাশিত আমাদের স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়তো। ৮ ডিসেম্বর রোববার বিকালে শহরের আতিকুল আলম সড়কের একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে তাকে খুনিরা তুলে নিয়ে তার বাবার কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাকে গলাচিপে হত্যা করে লাশ গুম করতে স্কুল ব্যাগে পাথর বোঝাই করে ডোবায় চাপা দেয়া হয়। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নিহত নাশিতের স্কুলের সহকারী শিক্ষক আয়েশা আক্তার বলেন, শহরের আতিকুল আলম সড়কের একটি বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতো নাশিত। ১০ বছর বয়সী শান্ত-শিষ্ট নিরপরাধ বাচ্চাটিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবীতে আমরা শিক্ষার্থীদের নিয় এখানে মানববন্ধন করছি। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেবো।
এরআগে, ৮ ডিসেম্বর শিশু নাশিতকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। ১১ ডিসেম্বর বিকাশে এ ঘটনায় ৩ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাদের দেখানো স্থান শহরতলীর নির্জন এলাকা দেওয়ানগঞ্জ রেল লাইনের পাশে একটি ডোবা থেকে নাশিতের মরদেহ উদ্ধার করা হয়। নাশিত ফেনী শহরের স্বাস্থ্যসেবা ব্যবসায়ী এবং রেডক্রিসেন্ট কর্মচারী মাঈন উদ্দিন সোহাগের ছেলে।
পুলিশ এ পর্যন্ত নাশিত হত্যায় জড়িত থাকার অভিযোগে আশ্রাফ হোসেন তুষার (২০), মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিপাত (২০) নামের ৩ যুবককে গ্রেপ্তার করেছে।
আপনার মতামত লিখুন :