শিরোনাম
◈ নেকাব না খোলায় পরীক্ষা দিতে দেয়নি অধ্যক্ষ, অভিযোগ ছাত্রীর ◈ ভারত ও পাকিস্তানের চেয়ে মাথাপিছু জিডিপিতে এগিয়ে বাংলাদেশ ◈ গবেষণায় উঠে এল ডায়াবেটিসের ঝুঁকি কমার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ◈ ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ◈ এনসিএিল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকাকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম ◈ সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার ◈ পাইপলাইনে তেল আসবে চট্টগ্রাম থেকে ঢাকায়, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগ: আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ◈ ইংলিশ লিগে রাতে মাঠে নামছে লিভারপুল ও আর্সেনাল, লা লিগায় রিয়াল মাদ্রিদ ◈ ভারতের বিভ্রান্তিমূলক প্রচারণা বাংলাদেশে হিন্দুদের সাহায্য করছে না

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনপুরায় পুলিশের ওপর হামলা মামলায়  ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৩

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলা মামলায় দুই যুবলীগ নেতাসহ ভারপ্রাপ্ত এক চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ও সকালে পৃথক অভিযানে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলেন, মনপুরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, হাজীর হাট ইউনিয়ন যুবলীগ সদস্য মোঃ মহসিন, ও হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাফর। তারা একই মামলার এজাহারভুক্ত আসামি।

২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রাথীর মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিরা পুলিশকে লক্ষ করে হত্যার উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয় । পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে। মনপুরা থানা মামলা নং জি আর ১৬/২৪।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে হতার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়