শিরোনাম
◈ বাংলাদেশে লোকালয়ে শিয়ালের আক্রমণ বাড়ছে! ◈ প্রতিবন্ধীরা একা নন, একসঙ্গে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই : তারেক রহমান  ◈ যে কারণে রুশ সেনাবাহিনীতে ভারতীয় রয়েছেন জানালেন মোদি সরকার ◈ ক্রমাগত বন্ধু হারাচ্ছে ভারত, বাড়ছে শত্রু ◈ জুনিয়র মহিলা এশিয়া কাপ হকি, শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদশ ◈ কুমিল্লা স্টেডিয়ামে আবাহনীকে ১-০ গোলে হারালো মোহামেডান ◈ সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ ◈ ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়াতে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে: আসাদউদ্দিন ওয়াইসি ◈ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কী বিপদে পড়েছিলেন আসিফ নজরুল?(ভিডিও) ◈ নেকাব না খোলায় পরীক্ষা দিতে দেয়নি অধ্যক্ষ, অভিযোগ ছাত্রীর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুদ্ধিজীবী দিবসের শহীদ পরিবারের তালিকা করে স্বীকৃতির দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : '১৯৭১ আমরা শহীদ পরিবার'- শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে অবস্থিত নিজস্ব কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ‌সভাপতিত্ব করেন- '১৯৭১ আমরা শহীদ পরিবার' শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ। সংগঠনের সাধারণ সম্পাদক অমর সাহা তপুর সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখি, ‌বীর মুক্তিযোদ্ধা তৈয়বুজজামান (মধু), বীর মুক্তিযোদ্ধা জয়নুদ্দিন সিকদার, বীরঙ্গনা চারু বালা দেবি, বীরঙ্গনা মায়া রানী, গজেন সাহা, সাব্বির আহমেদ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আবুল হাশেম।

সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের পরিবারের সদস্যদের হারানোর কথা তুলে ধরে বলেন, 'আমরা মহান মুক্তিযুদ্ধে আমাদের পরিবারের সদস্যদের হারিয়েছি। অথচ শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে আজ অবধি রাষ্ট্র থেকে কোন স্বীকৃতি পাইনি। বিগত সরকার আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছিল।আমাদের কোন দাবি পূরণ করেননি। আর তাই বছরের পর বছর আমরা অবহেলিত থেকেছি।' 

বক্তারা আরও বলেন, 'তাই অন্তবর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি আমাদের শহীদ পরিবার সদস্যদের যেন তালিকাভুক্ত করে স্বীকৃতি প্রদান করা হয় এবং মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা প্রদান করা হয়।'

আলোচনা সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে শহীদদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়