শিরোনাম
◈ গবেষণায় উঠে এল ডায়াবেটিসের ঝুঁকি কমার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ◈ ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ◈ এনসিএিল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকাকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম ◈ সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার ◈ পাইপলাইনে তেল আসবে চট্টগ্রাম থেকে ঢাকায়, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগ: আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ◈ ইংলিশ লিগে রাতে মাঠে নামছে লিভারপুল ও আর্সেনাল, লা লিগায় রিয়াল মাদ্রিদ ◈ ভারতের বিভ্রান্তিমূলক প্রচারণা বাংলাদেশে হিন্দুদের সাহায্য করছে না ◈ সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: ভারত প্রসঙ্গে সারজিস আলম (ভিডিও) ◈ ভারতকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিলো সুইজারল্যান্ড

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে স্বপ্নডানা নামের ভূয়া এনজিও

বরুন কুমুার বাড়ৈ, আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় নাম সর্বস্ব এনজিও খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় দুই হাজার দরিদ্র পরিবার প্রতারনার শিকার হয়েছে। এনজিও’টির পরিচালক পরিচয় দিয়ে চারটি উপজেলার প্রায় ৫০টি গ্রামে কর্মী নিয়োগ দিয়ে প্রত্যেক সদস্যকে ২০ হাজার টাকায় অধাপাকা ঘর ও দুই হাজার টাকা জমা দিলে প্রতি তিনমাস পর পর চাল, ডাল, আটা, চিনি ও তৈল দেওয়ার প্রলোভন দিয়ে দরিদ্র পরিবারের কাছ থেকে কর্মীদের মাধ্যমে কোটি টাকা উত্তোলন করে এনজিওটির পরিচালক সায়মন বিশ্বাস গা-ঢাকা দিয়েছে । 

তার এই কাজে সহযোগীতা করেন খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস, বরিশাল বিভাগীয় প্রধান রির্চাড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার। তারদের মতো আরো মাঠকর্মীদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের জন্য চাপ প্রয়োগকরছেন সদস্যরা।


মাঠকর্মী ও সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের মরান্দিরপাড় গ্রামের চলতি বছরের ১৪ নভেম্বর স্বপ্নডানা নামে একটি এনজিওর কার্যক্রম শুরু করেন পরিচালক সায়মন বিশ্বাস, খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস, বরিশাল বিভাগীয় প্রধান রির্চাড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার । তারা ওই এনজিওর মাঠ কর্মী হিসেবে আবেদনপত্র জমা নিলেও নিয়োগ দেয়নি জন মার্টিন রায়, মিতালী সরকার, রিনা রায়, পিন্টু সমদ্দার, রিনা বৈজ্ঞব, তৃজ্ঞা হুর, নিত্যনন্দা বাড়ৈকে। 

তাদের মৌখিক নির্দেশে আগৈলঝাড়া উপজেলার মরান্দিপাড়, ছবিখারপাড়, আস্কর, জোবারপাড়, স্বরবাড়ি, নাঘিরপাড়, বড়মগরা, বাগধা, বাকাল, টালীপাড়া উপজেলার নারকেলবাড়ি, পীরেরপাড়, গৌরনদী উপজেলার মাহিলাড়া ও উজিরপুর উপজেলার পটিবাড়ি, ইন্দুরকানী, কুড়ালিয়া গ্রামসহ বিভিন্ন এলাকার ২২৯ জন সদস্যের কাছ থেকে আধাপাকা ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা করে ও চাল, ডাল, আটা, চিনি ও তৈল দেওয়ার প্রলোভন দিয়ে ১৫৩২জন সদ্যস্যের কাছ থেকে ২০৪০ টাকা করে উত্তোলন করেন মাঠ কর্মীরা। 

মাঠকর্মীদের উত্তোলকৃত প্রায় কোটি টাকা মাঠকর্মী রিনা রায় ও তার ছেলে ম্যাথিউ রায় বিভিন্ন বিকাশের মোবাইল নম্বরের মাধ্যমে সায়মন বিশ্বাসের কাছে প্রেরন করেন। সদস্যদের মাঝে নভেম্বর মাসের শেষে দিকে ঘর ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা থাকলে এনজিও’র কথিত পরিচালক সরেজমিন না আসায় মাঠ কর্মীদের সন্দেহ হয়। তারা তাদের সাথে বার বার যোগাযোগ করার পর কথিত পরিচালক মাঠ কর্মীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন।

এনজিও সদস্য জোবারপাড় গ্রামের অতুল বালার স্ত্রী গোলাপী বালা জানান, ঘর বাবদ ২০ হাজার ও খাদ্য সামগ্রী বাবদ ২হাজার ৪০ টাকা এনজিও’র মাঠকর্মী মিতালী সরকারের কাছে দিয়েছি। কুড়ালিয়া গ্রামের সন্টু বাড়ৈর স্ত্রী আলোমতি বাড়ৈ ও জেবারপাড় গ্রামের সুশান্ত বালার স্ত্রী সঞ্জিতা বালার কাছ থেকেও ঘর ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা বলে মাঠকর্মীরা টাকা নিয়েছে।

এ ঘটনায় মাঠ কর্মী রিনা রায় বলেন, মেরী বিশ্বাস, রির্চাড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার আগৈলঝাড়ায় এসে খৃষ্টানদের গির্জায় সভা করে তারা স্বপ্নডানা নামে এনজিওর কার্ডে যীশু খ্রীস্টের ছবিসহ রেজিষ্টেন নম্বর ১৯৮৬ সদস্য কার্ড দেখিয়ে ধমীয় অনুভুতি ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারনা করেন। আমাকে মৌখিক ভাবে তারা কর্মী হিসেবে নির্দেশ দিলে আমি ২৫০জন সদস্যদের কাছ থেকে ১৫লক্ষ ৩৮ হাজার টাকা উত্তোলন করে পরিচালক সায়মন বিশ্বাসের বিভিন্ন বিকাশ নম্বরে প্রেরন করেছি।

এ ব্যাপারে মাঠকর্মী জন রায় জানান, ৪শত ৯৮জন সদস্যের কাছ থেকে ২৫ লক্ষ ২হাজার টাকা উত্তোলন করে পরিচালক সায়মন বিশ্বাসের বিভিন্ন বিকাশ নম্বরে প্রেরন করেন।
এ ব্যাপারে মাঠকর্মী নিত্যনন্দা বাড়ৈ সাংবাদিকদের বলেন, ১শত ১৪ জন সদস্যের কাছ থেকে উত্তোলনকৃত টাকা মেরী বিশ্বাসের নির্দেশে এনজিওর কথিত পরিচালক সায়মন বিশ্বাসের কাছে তিনটি বিকাশ নম্বরের প্রেরন করেছি।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, এনজিওরটি কোন রেজিষ্টেশন নম্বর নেই। যে রেজিষ্টেশন নম্বর ব্যবহার করা হয়েছে ওই নম্বরটি ভুয়া। উত্তোলনকৃত টাকা মাঠকমীদের ১০ দিনের মধ্যে সদস্যের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুয়া এনজিও স্বপ্নডানার খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস সাংবাদিকদের বলেন, আমি না বুঝে খুলনার দায়িত্ব নিয়ে ৪শত সদস্যের কাছ থেকে টাকা উত্তোলন করে এনজিওর পরিচালক সায়মন বিশাসকে দিয়ে আমি নিজেও প্রতারনার শিকার হয়েছি। এ ব্যাপারে এনজিও’র পরিচালক সায়মন বিশ্বাসের(০১৭৮৭৪২৫৯৪৫) নম্বরে একাধিকবার( ২০বার) ফোন দিয়ে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়