শিরোনাম
◈ গবেষণায় উঠে এল ডায়াবেটিসের ঝুঁকি কমার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ◈ ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ◈ এনসিএিল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকাকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম ◈ সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার ◈ পাইপলাইনে তেল আসবে চট্টগ্রাম থেকে ঢাকায়, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগ: আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ◈ ইংলিশ লিগে রাতে মাঠে নামছে লিভারপুল ও আর্সেনাল, লা লিগায় রিয়াল মাদ্রিদ ◈ ভারতের বিভ্রান্তিমূলক প্রচারণা বাংলাদেশে হিন্দুদের সাহায্য করছে না ◈ সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: ভারত প্রসঙ্গে সারজিস আলম (ভিডিও) ◈ ভারতকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিলো সুইজারল্যান্ড

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগ: আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

গতকাল রাতে এই ঘটনায় কাপাসিয়া থানায় ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

পুলিশ জানায়, কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা মামলাটি করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের ছেলে আফজাল হোসেন রিংকন (৩০), একই গ্রামের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মারুফ (২৫), ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ (৪৫), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লোকমান মোল্লা (৪২), ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাশেদুল আলম (৪৪), ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য শরীফ (৪১), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামসুল আলম (৫২), ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান (৪২), সালদৈ গ্রামের আইনুদ্দিনের ছেলে জিহাদ (২৪) ও নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ধাঁধার চরে ব্যাপক লোকজন নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ওরফে হিরণ মোল্লা।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নাশকতা পরিকল্পনার সময়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদি সোলায়মান মোল্লাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। উৎস: ডেইলিস্টার বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়