শিরোনাম
◈ পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ ◈ বাংলাদেশে লোকালয়ে শিয়ালের আক্রমণ বাড়ছে! ◈ প্রতিবন্ধীরা একা নন, একসঙ্গে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই : তারেক রহমান  ◈ যে কারণে রুশ সেনাবাহিনীতে ভারতীয় রয়েছেন জানালেন মোদি সরকার ◈ ক্রমাগত বন্ধু হারাচ্ছে ভারত, বাড়ছে শত্রু ◈ জুনিয়র মহিলা এশিয়া কাপ হকি, শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদশ ◈ কুমিল্লা স্টেডিয়ামে আবাহনীকে ১-০ গোলে হারালো মোহামেডান ◈ সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ ◈ ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়াতে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে: আসাদউদ্দিন ওয়াইসি ◈ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কী বিপদে পড়েছিলেন আসিফ নজরুল?(ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩১ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় ভানু বিবির খোঁজ নিলেন ইউএনও শাহীনুর আক্তার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : সর্বহারা অসহায় ভানু বিবির (৮০) খোঁজ নিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে ভানু বিবির বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। এসময় তিনি ভানু বিবির হাতে নগদ অর্থ, শীতের পোশাক, খাদ্যসামগ্রী, ফল ও প্রসাধনী সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চিত্রাপাড়া গ্রামের মৃত রাহেনউদ্দিনের মেয়ে ভানু বিবি। ৬০ বছর আগে বিয়ে হয় পিঞ্জুরী ইউনিয়নের পূর্নবতী গ্রামের কুটি মিয়ার সাথে। বিয়ের ২০ বছর পরে ভানু বিবির স্বামী কুটি মিয়া  মারা যায়। এই ২০ বছর সংসার জীবনে ভানু বিবির কোন সন্তান হয়নি। যার ফলে ভানু বিবিকে ফিরে আসতে হয় বাবার বাড়ি চিত্রাপাড়া গ্রামে।

এরপর বাবার বাড়ির লোকজন মিয়ে ভানু বিবিকে আবার বিয়ে দেয় রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাবন মোল্লার সাথে। বিয়ের ২৫ বছর পর স্বামী বাবন মোল্লাও মারা যায়। এদিকে এই সংসারেও ভানু বিবির কোন সন্তান হয়নি।

পুনরায় ভানু বিবি ফিরে আসেন বাবার বাড়িতে। বাবার বাড়ি ফিরে আসার আগেই তার দুই ভাই আবুল হাসেম ও আবুল কাসেম মারা যায়। একা হয়ে যান ভানু বিবি। আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে। বৃদ্ধা ভানু বিবিকে দেখার মতো আর কেউ থাকে না। পৈত্রিক ভিটায় একটি ঝুপড়ি ঘর তৈরি করে একা বসবাস করতে থাকেন ভানু বিবি।

সম্প্রতি ভানু বিবির এই জীবনচিত্র সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে প্রচারিত হলে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার খোঁজ নিতে তার বাড়িতে ছুটে যান।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, ভানু বিবির এভাবে জীবনযাপন করাটা সত্যিই অমানবিক। আমরা ভানু বিবির কথা জানতে পেরে তার বাড়িতে ছুটে এসেছি। প্রাথমিকভাবে আমরা তাকে কিছু নগদ অর্থ, শীতের পোশাক, খাদ্যসামগ্রী, ফল ও প্রসাধনী সামগ্রী দিয়ে যাচ্ছি। আমরা দ্রæত সময়ের মধ্যে তাকে একটি ঘর তৈরী ও বেঁচে থাকার জন্য খাবারের ব্যবস্থা করবো।

স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল বলেন, উপজেলা প্রশাসন যে পদক্ষেপটি নিয়েছে সত্যিই তা প্রসংশার দাবী রাখে। সমাজে ভানু বিবিদের যেন আর এ রকমের অসহায়ভাবে জীবনযাপন করতে না হয়। সেজন্য প্রশাসনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়