শিরোনাম
◈ এনসিএিল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকাকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম ◈ পাইপলাইনে তেল আসবে চট্টগ্রাম থেকে ঢাকায়, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ বিজয় দিবসের অনুষ্ঠানে নাশকতা পরিকল্পনার অভিযোগ: আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ◈ ইংলিশ লিগে রাতে মাঠে নামছে লিভারপুল ও আর্সেনাল, লা লিগায় রিয়াল মাদ্রিদ ◈ ভারতের বিভ্রান্তিমূলক প্রচারণা বাংলাদেশে হিন্দুদের সাহায্য করছে না ◈ সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: ভারত প্রসঙ্গে সারজিস আলম (ভিডিও) ◈ ভারতকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিলো সুইজারল্যান্ড ◈ টাকার অঙ্কে ঝুলছে প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ : হাসনাত আবদুল্লাহ ◈ ঈসা (আঃ)'র আগমনের জন্য প্রস্তুত হচ্ছে সিরিয়িা!(ভিডিও) ◈ নিষেধাজ্ঞা প্রত্যাহার : টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩১ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় ভানু বিবির খোঁজ নিলেন ইউএনও শাহীনুর আক্তার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : সর্বহারা অসহায় ভানু বিবির (৮০) খোঁজ নিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে ভানু বিবির বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। এসময় তিনি ভানু বিবির হাতে নগদ অর্থ, শীতের পোশাক, খাদ্যসামগ্রী, ফল ও প্রসাধনী সামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চিত্রাপাড়া গ্রামের মৃত রাহেনউদ্দিনের মেয়ে ভানু বিবি। ৬০ বছর আগে বিয়ে হয় পিঞ্জুরী ইউনিয়নের পূর্নবতী গ্রামের কুটি মিয়ার সাথে। বিয়ের ২০ বছর পরে ভানু বিবির স্বামী কুটি মিয়া  মারা যায়। এই ২০ বছর সংসার জীবনে ভানু বিবির কোন সন্তান হয়নি। যার ফলে ভানু বিবিকে ফিরে আসতে হয় বাবার বাড়ি চিত্রাপাড়া গ্রামে।

এরপর বাবার বাড়ির লোকজন মিয়ে ভানু বিবিকে আবার বিয়ে দেয় রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাবন মোল্লার সাথে। বিয়ের ২৫ বছর পর স্বামী বাবন মোল্লাও মারা যায়। এদিকে এই সংসারেও ভানু বিবির কোন সন্তান হয়নি।

পুনরায় ভানু বিবি ফিরে আসেন বাবার বাড়িতে। বাবার বাড়ি ফিরে আসার আগেই তার দুই ভাই আবুল হাসেম ও আবুল কাসেম মারা যায়। একা হয়ে যান ভানু বিবি। আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে। বৃদ্ধা ভানু বিবিকে দেখার মতো আর কেউ থাকে না। পৈত্রিক ভিটায় একটি ঝুপড়ি ঘর তৈরি করে একা বসবাস করতে থাকেন ভানু বিবি।

সম্প্রতি ভানু বিবির এই জীবনচিত্র সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে প্রচারিত হলে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার খোঁজ নিতে তার বাড়িতে ছুটে যান।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, ভানু বিবির এভাবে জীবনযাপন করাটা সত্যিই অমানবিক। আমরা ভানু বিবির কথা জানতে পেরে তার বাড়িতে ছুটে এসেছি। প্রাথমিকভাবে আমরা তাকে কিছু নগদ অর্থ, শীতের পোশাক, খাদ্যসামগ্রী, ফল ও প্রসাধনী সামগ্রী দিয়ে যাচ্ছি। আমরা দ্রæত সময়ের মধ্যে তাকে একটি ঘর তৈরী ও বেঁচে থাকার জন্য খাবারের ব্যবস্থা করবো।

স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান জুয়েল বলেন, উপজেলা প্রশাসন যে পদক্ষেপটি নিয়েছে সত্যিই তা প্রসংশার দাবী রাখে। সমাজে ভানু বিবিদের যেন আর এ রকমের অসহায়ভাবে জীবনযাপন করতে না হয়। সেজন্য প্রশাসনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়