আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে অবস্থিত সুপুকুরিয়া গুচ্ছগ্রামে আদমদীঘি যুব রেডক্রিসেন্ট বগুড়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার সুপুকুরিয়া গুচ্ছগ্রামে দুঃস্থ্যদের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ।
আদমদীঘি যুব রেডক্রিসেন্টের বগুড়ার কর্মকর্তা রাহাত শিকদার জানান, আদমদীঘির সুপুকুরিয়া গুচ্ছগ্রামে শিশু ও বৃদ্ধসহ ৯৩জন দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র হিসাবে সুয়েটারসহ গরম কাপড় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অপর নেতা যুব রেডক্রিসেন্ট বগুড়া-২ এর সৈয়দ র্যাফি, আদমদীঘি উপজেলা যুব রেডক্রিসেন্ট ডি.ওয়াই,এল-১ ফাইসাল হোসেন, অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, আলিফ হোসেন, রোবাইয়া বিনতে রাজ্জাক, হুমায়রা তাসফিয়া মিথিলাসহ বগুড়া ও আদমদীঘির যুব রেডক্রিসেন্টের নেতৃবর্গ।
আপনার মতামত লিখুন :