অনুজ দেব বাপু, চট্টগ্রাম : রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবারও ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর ওকালতনামা জমা দিতে না পারায় তার জামিন শুনানির জন্য করা আবেদন নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিকে বিষয়টির সুরাহা না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, তিনি চিন্ময়ের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন শিগগিরই।
এর আগে বৃহস্পতিবার সকালে জামিন শুনানি করার জন্য মহানগর দায়রা জজ আদালতে দ্বিতীয় দিনের মত আবেদন জমা দিতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এসময় আদালত ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেন। আবেদন জমা দিয়ে বের হওয়ার সময় আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আবেদন জমা দেয়ার পর আইনজীবী রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেছিলেন, আমি গতকালকেও এসেছিলাম। গতকালকে শুনানিটা হয়নি আনফরচুনেটলি। আজকে উনি একসেপ্ট করেছেন। আমাকে শুনবেন। চিন্ময় প্রভু এবং আরো কিছু আইনজীবী ক্রিমিনাল কেইসে ইনভলভ হয়েছেন। এখানে উনার আইনজীবী যারা ছিলেন, তাদেরও ক্রিমিনাল কেইসে আসামি করা হয়েছে। উনারা যেহেতু আসতে পারছেন না, আমি উনাদের সহায়তা করতে এসেছি।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরে আদালতে শুনানি কার্যক্রমের শুরুতে ওকালতনামা দাখিল করেন রবীন্দ্র ঘোষ। এসময় যাচাইয়ের জন্য মামলা লড়তে ওকালতনামা জমা দেওয়া চট্টগ্রামের আইনজীবী সুমীত আচার্য্যকে উপস্থিত করতে আদালত সময় বেঁধে দেন। কিন্তু ওই আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত শুনানির আবেদন নথিভুক্ত করে ২ জানুয়ারি দিন নির্ধারণ করেন।
বিকালে আদালত থেকে বেরিয়ে এসে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিজ্ঞ আদালত আজ অনেক সুযোগ দিয়েছেন। ওনাকে বলেছেন, এই বারের যেকোনো একজন আইনজীবী আপনি এনে, ওকালতনামা দিয়ে শুনানি করেন। আদালত তিনবার ওনাকে সময় দিয়েছেন। কিন্তু তিনি বিধি মোতাবেক উপস্থিত হতে পারেননি। তাই আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। চিন্ময় দাশের জামিন শুনানি পূর্ব নির্ধারিত ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
জামিন আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, আজকে মুভ করেছিলাম। এটা যদি রিজেক্ট হয় হাইকোর্টে যাব। এখানে যেভাবে সহযোগিতা পাওয়ার কথা ছিল সেটা আমি পাইনি। আমাকে ফিজিক্যালি নয়, মানসিক হেনস্তা করা হয়েছে।
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিসহ তিনটি আবেদন করেছিলেন রবীন্দ্র ঘোষ। এরমধ্যে গ্রেপ্তারের মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করার অনুমতি প্রদান, ২৬ নভেম্বর করা মিস মামলার নথি উপস্থাপনের জন্য এবং অন্যটি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির নির্ধারিত দিন এগিয়ে আনা সংক্রান্ত। আদালত সেসব আবেদন খারিজ করে দেন।
উল্লেখ্য, চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি। ২৭ নভেম্বর তাকে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। এসময় চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভ করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
পরে গত ৩ ডিসেম্বর ফের জামিন শুনানি হলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেন।
আপনার মতামত লিখুন :