আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা প্রশাসকের উদ্যোগে সরকারী জলমহাল উদ্ধারকরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার শালুকা সাফিনা বিল অবৈধ দখলমুক্ত করার মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে জানানো হয়, নওগাঁ জেলায় প্রায় ৮ হাজার খাস জলাশয় রয়েছে। এসব পুকুর, দীঘি ও খাল-বিলগুলোর বেশীর ভাগই প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রেখেছে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে স্থানীয় দ্ররিদ্র মৎস্যজীবীরাও বঞ্চিত রয়েছে। জলাধারগুলো অবৈধ দখলমুক্ত করার পর সরকারী সম্পতি হিসেবে প্রকাশ্যে আনতে সাইনবোর্ড স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার রবীন শীষসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :